বাংলাদেশে নাস্তিকতাবাদের অন্যতম পুরোধা হচ্ছেন আরজ আলী মাতুব্বর। পেশায় চাষী এই লোকটির সুতীক্ষ্ন (?) লেখনী দ্বারা প্রভাবিত হয়ে নাকি এই দেশের অনেক মুক্তমনা তাদের নাস্তিক হবার পথে অনুপ্রেরণা পেয়েছেন। তবে তার সব থেকে বিখ্যাত(অথবা কুখ্যাত) বইটি পড়ে আমি বুঝতে পেরেছি তার জ্ঞানের (নিম্ন)লেভেল সম্পর্কে। আরো বুঝতে পেরেছি যারা তার মানের একজন লেখকের লেখা পড়ে নাস্তিক হতে উদ্বুদ্ধ হয়, তারা কী মানের “বিজ্ঞানমনষ্ক”। আরজ আলী তার সেই বইতে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধারণাভিত্তিক ও আজগুবি প্রশ্ন উত্থাপন করেছেন যার একটি হচ্ছে—”লক্ষাধিক নবীর প্রায় সবাই কেন আরব দেশে জন্মগ্রহণ করলেন?”

[আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র-১, ‘সত্যের সন্ধান’, পৃষ্ঠা ৯৪]

অথচ কুরআন ও হাদিসে কোথাও এই ধরণের কিছু বলা হয়নি। বরং বলা হয়েছে—পৃথিবীর সব জাতির নিকট নবী-রাসুল প্রেরণ করা হয়েছে। [দেখুন—কুরআন সুরা ইউনুস ১০:৪৭,সুরা রা’দ ১৩:৭, সুরা হিজর ১৫:১০, সুরা নাহল ১৬:৩৬]

যেই কথাটি কুরআন-হাদিস কোথাও বলা নেই, সেটি নিজে থেকে বানিয়ে সম্পূর্ণ ধারণার বশবর্তী হয়ে ইসলামের বিরুদ্ধে এই প্রশ্নটি করেছেন বাংলার এই কীর্তিমান(?) চাষী। এটি তো একটি নমুনা, এমন আরো অনেক আজগুবি প্রশ্ন পাওয়া যাবে আরজ আলীর বইতে।

Facebook Comments