সন্তানের শিক্ষা পরিকল্পনা

555
সন্তান লেখাপড়া লেখা ইসলামি শিক্ষা

সন্তানের শিক্ষা পরিকল্পনা

যারা আলেম বানাতে চান সাধারণ শিক্ষাসহ
(যারা শুধু আলেম বা শুধু সাধারণ শিক্ষা দিতে চান তাদের জন্য ভিন্ন পরিকল্পনা প্রযোজ্য)

৮ বছর পর্যন্ত স্কুল কিন্ডার গার্ডেন, নুরানি মাদরাসাসহ সহজ ও নিকটের যে কোন প্রতিষ্ঠানে পড়ানো যেতে পারে।

৮এর পর নাজেরা হিফজ ৪/৫ বছর।

১২/১৩ বছর বয়সে ৫ম সমাপনী পরীক্ষা।

১৪-১৬ বছর বয়সে মিজান, নাহুমীর, হিদায়াতুন্নাহু সমাপ্তি পর্যন্ত এক নাগারে কওমী মাদরাসা।
(পূর্ণ বছর পড়তে হবে। মাঝখানে অন্য কিছু পড়া বা গ্যাপ দেয়া যাবে না)

এরপর ৮ম সমাপনী।

(ভাংতি বছর ভিন্ন অতিরিক্ত সাবজেক্ট পড়বে। আংশিক বর্ষে কওমী মাদরাসার কোন ক্লাস পড়বে না।)

১৭-১৯বছর বয়সে কাফিয়া, শরহে বেকায়া, হেদায়া।

এরপর দশম বোর্ড পরীক্ষা।

২১ ও ২২ বছর মিশকাত, দাওরা।

২৩ বছর আলিম/ Hsc

২৪-২৭ অনার্স/ফাজিল/মুফতী।

২৮মাষ্টার্স/কামিল।
বি.দ্র…..
জেনারেল পরীক্ষার পর
ভাংতি বছরগুলো অতিরিক্ত ভিন্ন সাবজেক্ট পড়াবে।

কিন্তু কওমী মাদরাসার কোন ক্লাস আংশিক বছরে পড়াবে না।

 

উল্লেখ্য উক্ত সিলেবাসের প্রতিষ্ঠান আপনি খোঁজ ক্রলে পেয়ে যাবেন ইনশা–আল্লাহ

===============

লেখক – মুফতি উজায়ের আমীন

Facebook Comments