বিপদের আশংকা যখন

0
566
বিপদ কেন হয়

মানবকুলের উপর যে বিপদ বা বালা মসিবতের ঢল নেমে আসে, এটা তাদের স্বীয় কর্মফল । কালামে পাকে ইরশাদ হয়েছে –

ظَهَرَ ٱلْفَسَادُ فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِى ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ ٱلَّذِى عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।(সূরা রুম-৪১)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃযখন আমার উম্মাত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হলোঃ হে রাসূল, কী কী? তিনি বললেনঃ

  • যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে
  • যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)
  • যাকাতকে জরিমানার মতন মনে করা হবে
  • স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে
  • বন্ধুর প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে
  • মসজিদে হৈ চৈ হবে
  • জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী
  • মানুষকে তার ক্ষতির আশংকায় সম্মান করা হবে
  • গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে
  • উম্মাতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে

তখন আগুনে বাতাস আসবে, মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে।”

  • সহীহ তিরমিযী
  • হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত।
  • আততারগীব ওয়াত তারহীব- ৩য় খন্ড (১৫৪১)

এটা পড়তে পারেন –  ধন-সম্পদ, সুস্থতা ও আল্লাহ্‌র পরীক্ষা


বিপদে পড়ার দোয়া-

দোয়া ইউনুস

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here