একটি সুন্নাহকে বাঁচাবো বলে: ৮ – খাবারের শুরুতে বিসমিল্লাহ !
এক: খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। আমর বিন আবু সালামাহ বলেছেন:
-আমি নবিজীর কোলে মানুষ হয়েছি। একদিন খেতে বসে আমার হাত খাবারের থালায় এদিক সেদিক ঘুরছিল। নবিজী বললেন:
-বালক! বিসমিল্লাহ পড়ো। ডানহাত দিয়ে খাও। তোমার সামনে থেকে খাও।

দুই: খাবারের শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে, তার সংশোধনীরও সুযোগ আছে। নবিজী তার সমাধান দিয়ে দিয়েছেন:
-তোমরা যখন খাবার খাবে, বিসমিল্লাহ পড়বে। (শুরুতে) ভুলে গেলে, পড়বে:
= বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আ-খিরিহি।

তিন: বিসমিল্লাহ পড়লে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধে শক্তি সঞ্চয় হয়। খাবারে বরকত হয়।

*** ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)।

================
লেখক – শাইখ মুহাম্মদ আতিক উল্লাহ্‌
শিক্ষক – মাদরাসাতুল কুরআনিল কারীম,
শ্যামলী,ঢাকা।


একটি সুন্নাহকে বাঁচাব বলে সিরিজের সকল পর্ব – এখানে

অর্থ : আল্লাহর নামে তাঁর বরকতের প্রত্যাশায় শুরু করলাম।

সূত্র : রাসুলুল্লাহ (সা.) আবু বকর ও ওমর (রা.)-কে সঙ্গে নিয়ে আবুল হাইসাম (রা.)-এর বাড়িতে গেলেন। তিনি তাঁদের কাঁচা-পাকা খেজুর ও পানি দিয়ে আপ্যায়ন করেন। তখন তিনি বলেন, তোমাদের সামনে যখন এমন খাবার পরিবেশন করা হয় এবং তোমরা তা হাতে ধরো, তখন এ দোয়া বলবে।

(মিরকাতুল মাফাতিহ : ৮/১৫৪)। যদি খাবারের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে যায়, তাহলে বলবে, ‘বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। ’ (ইবনে মাজাহ, হাদিস : ৩২৬৪)

Facebook Comments