একবার এক প্লেন দুর্ঘটনায় শুধু একজন বাদে সবাই মারা যায়, প্লেনটা ক্র্যাশ করে একটা নির্জনদ্বীপে।
জনমানবসংকীর্ণ দ্বীপের চারিদিকে শুধু জল আর জল ।
কিন্তু তাকে উদ্ধার করার মতো কোন জাহাজও আশেপাশে চোখে পড়ছেনা।
দিন যায়, মাস যায়- লোকটি আশায় থাকে কোনও জাহাজ হয়তো তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যাবে,কিন্তু আশায় আশায় শুধু দিন কেটে যায় তবু কিছু আসেনা।
এদিকে একাকি দ্বীপে থাকার জন্য লোকটি ইতিমধ্যে একটা ছোট্ট কুঁড়েঘর বানায় আর সে ঘরের মধ্যে থেকেই সারাদিন শুধু সাগরের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এই বুঝি কেও উদ্ধার করতে এলো।
অবশেষে লোকটি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, “সৃষ্টিকর্তা-তুমি ও কি আমায় দেখো না?”
একদিনের ঘটনা, আজও লোকটি আগের মতোই
সাগরের দিকে তাকিয়ে রয়েছে । কিন্তু বেলা যতো গড়াতে লাগলো লোকটির ততোই ক্ষুধা পেতে লাগলো। যা ফলমূল ছিল সবশেষ হয়ে গেছে!
অগত্যা,লোকটি খাবার জোগাড় করতে কুটির ছেড়ে বেরিয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ পর যখন আবার খাবার নিয়ে কুটিরে ফিরে আসে, দেখতে পায় তার উনুনের জ্বালানো আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে তার ছোট্ট কুটিরে আগুন ধরে গেছে এবং আগুন প্রায় সম্পূর্ণ কুটিরটাকেই পুড়িয়ে ভস্ম করে ফেলেছে!
লোকটি আর সহ্য করতে পারেনা।
এটা পড়ুন – এ যুগের ইব্রাহিম আদহাম
সে প্রচণ্ড রাগে-ক্ষোভে আর দুঃখে চিৎকার করে বলে,
“হে সৃষ্টিকর্তা !
তুমি আমার থেকে আমার পরিবারকে দূরে সরিয়ে এই নির্জনে এনে ফেলেছো, এখন আমার সামান্য কুটিরটাকেও
তুমি জ্বালিয়ে দিলে; এমনকাজ তুমি কিভাবে করতে পারলে?”
কথাগুলো বলে লোকটি কান্নায় ভেঙে পড়ে, এমন সময় দ্বীপের ধারে একটা ছোট জাহাজ এসে ভেড়ে আর তার থেকে কিছু লোক বেরিয়ে এসে হারানো লোকটির কাছে এসে সাহায্য চায় কিনা জানতে চায়।
লোকটি তখন কান্না থামিয়ে জানতে চায়,তারা তাকে কিভাবে দেখেছে ?
জবাবে তখন জাহাজের লোকগুলো বলে,
“আমরা দূর থেকে এইদ্বীপে আগুন আর ধুঁয়া দেখে বুঝে নিই কেও হয়তো সাহায্য চাইছে তাই এখানে এসেছি”।
কথা গুলো শুনে লোকটি সৃষ্টিকর্তার অনুগ্রহ পেয়ে বিস্মিত হয়ে যায়। সে বুঝতে পারে, “সত্যিই আজকে তার ঘরে আগুন না লাগলে এইদ্বীপ থেকে হয়তো কোনোদিনও
সে ছাড়া পেতোনা!!”
– সৃষ্টিকর্তা মানুষের ভালোর জন্যই সবকিছু করেন কিন্তু মানুষ আমরাই ভুল করে সৃষ্টিকর্তার অনুগ্রহকে অস্বীকার করি; দেখতে চাই না আসলে তিনি আমাদের জন্য কি রেখেছেন!! ফলে অসন্তুষ্ট হয়ে গালমন্দ করতে থাকি নিজেদের ভাগ্যকে!!
সুতরাং সৃষ্টিকর্তার অনুগ্রহের অপেক্ষায় থাকুন, নিশ্চিত আপনার সামনে এমন কোনও কিছু অপেক্ষা করছে যা আপনার জীবনটাকেই বদলে দেবে!!
তথ্যসুত্র: ইন্টারনেট!