নবীজির শিক্ষা : নবীজির যৌবন যুবকদের প্রেসক্রিপশন -মো. জসীমুদ্দীন

260

মানুষের জীবন স্রোতবাহী নদীর মত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত বইতে থাকে। তার বয়ে যাওয়া শেষ হয় যখন তার জীবনে সন্ধ্যা নেমে আসে। জীবন প্রবাহ জীবনের বিভিন্ন ভাগে ভিন্ন ভিন্ন ভাবে প্রবাহিত হয়। মানুষের শৈশব থাকে, থাকে যৌবন ও বার্ধক্য।

এই সময়গুলোর আবেগ ও অনুভূতি এক নয়, ভিন্ন ভিন্ন। শৈশব ও কৈশরে হৃদয়ে যে স্বচ্ছ সুন্দর ও নির্মল অনুভূতি জাগে যৌবন ও বার্ধক্যে জাগে ভিন্ন অনুভূতি। শৈশব ও কৈশোর পেরিয়ে যখন তার জীবনে যৌবন ও তারণ্যের ছোয়া লাগে তখন জাগে অসুস্থ ও অনির্মল অনুভূতি। ভাবাবেগের প্রবাল্যে দিশেহারা হয়ে যায়। তার অশান্ত মন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। অজানা এক তৃষ্ণায় সে কাতর হয়ে পড়ে। ভূলে যায় তার জন্মের উদ্দেশ্য এবং মৃত্যুর পর অনন্ত অসীম জীবনবানের শান্তি সুখের সাফল্য।

যৌবন ও তারণ্যের আদর্শ প্রতীক এবং শ্বাশ্বত বিধানের বাণী বাহক মুহাম্মদ সা. এর তারোণ্য ও যৌবন কেমন ছিলো। কেমন ছিলো তার যৌবনের দিনগুলো। শৈশব ও কৈশরের স্বচ্ছ সুন্দর ও কোমল অনুভূতির মধ্যে যখন তিনি একটা বিশেষ সময়ে এসে উপনীত হলেন, তারুণ্য ও যৌবনের কোন কলুষতা কোন পঙ্খিলতা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন সর্বদা সচ্ছ এবং পরিশিলীত জীবন বোধের অধিকারী।

তার তারুণ্য উচ্ছল এবং যৌবনের উদ্দামতার সময়গুলো যে ভাবে তিনি প্রবাহিত করেছিলেন এবং চির সুন্দর ও শ্বাশ্বত আদর্শ স্থাপন করেছিলেন তা সর্বযুগের এবং সকল যুগের জন্য অনুসরণীয়। সমাজের জুলুম শোষণ দরিদ্র অসহায়ত্ব এবং রাষ্ট্রের চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখে সদা সর্বদা তিনি ব্যাকুল ও অস্থির থাকতেন।

তার এই ব্যাকুলতা ও অস্থিরতা তাকে প্রেরণা ও সাহস যুগিয়েছিলো হিলফুল ফুযুল নামের সামাজিক কল্যাণকর একটি সংগঠন গড়ে তোলার। সেই সংগঠনের সংবিধান ও মূলনীতি ছিল দারিদ্র অসহায় ও দূর্গতদের সেবা করা। সমাজের শোষিত ও বঞ্চিতদের সাহায্য করা। অত্যাচারী শাসকও প্রবঞ্চনাকারীকে বাধা প্রদান ও দমন করা।

রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা এবং যাবতীয় অন্যায় দূরিভূত করা। মানুষের মধ্যে মৈত্রি স্থাপন করা। তরুণের চির সুন্দর ও শাশ্বত আদর্শ ও শিক্ষার প্রতিই নির্দেশ  করেছে রাসূলের উজ্জলদীপ্ত যৌবনের এই কর্মকাণ্ড।

যুবকের চরিত্র সুন্দর ও শুভ হবে এবং সমাজের কল্যাণ চিন্তায় ব্রতী হবে। মৃত্যু সুন্দর ও কল্যাণকে ধারণ করবে এবং অসত্য অসুন্দর ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করবে। যুবক হবে ফুলের মত সুন্দর। সমাজ পরিবার ও রাষ্ট্র যেন তার সৌন্দর্যতায় শুভস্মাত হয়। তাহলে তার জীবন সফল ও সার্থক হবে এবং মরেও অমর হবে।

জ্ঞানগর্ব কথা
* তুমি দুনিয়ার সব পেয়েছো কিন্তু আল্লাহ কে পাওনি তবে তুমি কিছুই পাওনি। – আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.
* যুবকরা কাজ করে জোশে, আর বৃদ্ধরা কাজ করে হুঁসে। -হাকীমুত তুল্লাব মুফতী হাবিবুল্লাহ দা. বা.
* দুনিয়ার মোহে পড়ে নিজেদের ইলম ও দ্বীনকে বিক্রি করে দিও না।  -আল্লাম কাজী মুতাসিম বিল্লাহ রহ.


twitter takipçi hilesi


instagram takipçi hilesi


instagram beğeni hilesi


instagram ucuz takipçi satın al


takipçi satın al


tiktok takipçi satın al ucuz


eskişehir gerçek escort


bursa gerçek escort

Facebook Comments