বিশ্বের প্রাচীনতম কুরআনের পাণ্ডুলিপি

0
423
হস্তলিখিত কুরআন

ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত পবিত্র কুরআন এর এক পুরনো পাণ্ডুলিপি হয়তো বিশ্বের সবচেয়ে পুরনো হস্তলিখিত কুরআন। রেডিওকার্বন ডেটিং পরীক্ষা অনুযায়ী ধারণা করা হচ্ছে পশুর চামড়ার উপর লিখিত এই পাণ্ডুলিপিটি ৫৬৮ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মাঝে কোন এক সময় লেখা হয়েছিল।

গবেষণাটি যদি সঠিক হয়ে থাকে, তবে এটিই প্রতীয়মান হবে যে ৬৩২ খ্রিস্টাব্দে রাসূল ﷺ এর মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তাঁর এক সাহাবী পাণ্ডুলিপিটি লিখেছিলেন।

পাণ্ডুলিপিটি হিজাযী স্ক্রিপ্ট এ লেখা, যা বর্তমানে প্রায় বিলুপ্ত এবং অব্যবহৃত। এই স্ক্রিপ্টে বিন্দু এবং স্বরবর্ণ চিহ্নর ব্যবহার খুবই কম হওয়ায় শুধুমাত্র যারা আয়াতগুলোর সাথে সুপরিচিত তারা ছাড়া বাকিদের জন্য আয়াতগুলো পড়া খুবই কষ্টসাধ্য হবে। ৭ম শতাব্দীর শেষদিকে এসে কুর’আন লেখার জন্য ‘কুফিক’ স্ক্রিপ্ট ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে।

নিম্নে পাণ্ডুলিপিটির কিছু স্ক্যান করা কপি এবং বিস্তারিত পড়ার জন্য আরো কিছু লিঙ্ক দেয়া হলোঃ

সূরা মারয়াম এর ৯১-৯৮ নং আয়াত এবং এরপর সূরা তাহা এর প্রথম ১২ আয়াত
সূরা তাহা এর ১২ থেকে ৩৯ নং আয়াত
সূরা আল-কাহফ এর ১৭ থেকে ২৩ নং আয়াত
সূরা আল-কাহফ এর ২৩ থেকে ৩১ নং আয়াত

ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এর ওয়েবসাইট এ পাণ্ডুলিপিটির স্ক্যান করা কপির লিঙ্ক

আলবা ফেদেলি লিখিত পাণ্ডুলিপিটির আধুনিক প্রতিলিপি

অনুবাদ করা হয়েছেঃ The World’s Oldest Quran Manuscript আর্টিকেল থেকে।
অনুবাদকঃ আহমেদ রাকিব

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here